Zarin Tasnim

12 weeks mentorship review by Zarin Tasnim 

পূর্বের ওজন : 77.5 KG

ওজন কমেছে : 11.5 KG

ডায়েট : Customized Diet

সময় :  12 Weeks

বরাবরই আমার মিস্টি খাবার আর ফাস্ট ফুডের প্রতি আকর্ষন বেশি ছিলো।তাই খুব একটা চিকন কখনো ছিলাম না।আবার অস্বাভাবিক ওজনও ছিলোনা।সবসময় ৬০-৬৫ কেজির ভেতরই ওজন ছিলো।কিন্তু ২০১৮ তে আমার মেয়ে হওয়ার পর থেকে বেশ ওজন বেড়ে যায়।৬ মাস পর থেকে বেশ কস্ট করে মোটামুটি একটু কমাতে পারি।কিন্তু অনিয়মিত খাদ্যভ্যাস,মেয়ে, সংসার সামলিয়ে একসময় খেয়াল করলাম ওজন বেড়ে ৭৭ কেজি হয়ে গেছে।ফলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যহত হচ্ছিলো।নিজে নিজে অনেক চেষ্টা করেছি-কখনো ডায়েট করেছি,কখনো হেঁটেছি। ফলে একটু ওজন কমেছে,আবার ফিরে এসেছে।

মেন্টর হিসেবে মলুয়া আপু কে পেয়ে গেলাম।আপু খুব ভালো ইন্সট্রাকশন দিয়েছেন।আপুর কাছে সত্যিই আমি কৃতজ্ঞ।জুন থেকে আমার জার্নি শুরু হয় এবং সেপ্টেম্বরে শেষ হয়।আল্লাহ তাআলার অশেষ রহমতে এখন আমি ১১.৫ কেজি ওজন কমাতে সক্ষম হয়েছি।

এখন আমি বুঝতে পেরেছি ওয়েট লস করা মানে শুধু না খেয়ে থাকা না বরং ক্যালরি মেনে হেলথি লাইফ মেইনটেইন করা।এই হেলথি লাইফস্টাইল আত্মবিশ্বাস এবং কর্মস্পৃহা বৃদ্ধি করে।আশা করি ভবিষ্যতেও এই অভ্যাস বজায় রাখতে পারবো। আপুকে আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা জানাই।