Review by Saydur Rahman & FarJana Azzam
Husband Information
পূর্বের ওজন : N/A KGs
ওজন কমেছে : 13 KGs
ডায়েট : Customized Diet
সময় : 12 Weeks
Wife Information
পূর্বের ওজন : KGs
ওজন কমেছে : KGs
ডায়েট : Customized Diet
সময় : 12 Weeks
Review by Saydur Rahman
- Weight reduced by 13 kg
- Waist down 6″
- Hip reduced 4″
- Chest down 1″
- Total Inch Loss: 11″
আমার অভিজ্ঞতাঃ
আমার জার্নিটা শুরু হয় ৩ মাস আগে, মলুয়া খান আপুর সাথে কাপল প্রোগ্রাম নেওয়ার মাধ্যমে। আমার ওয়াইফ এর আগে একবার উনার মেন্টরশীপ নিয়ে ভালো প্রগ্রেস করেছিলো। তাই এবার নিজের ওজন আর স্বাস্থ্য ভালো করা এবং ওয়াইফকে মোটিভেট করার জন্য আমিও জয়েন করলাম।
আপুর গ্রুপে অনেকদিন যাবত থাকার কারনে ডায়েট নিয়ে মোটামোটি ধারণা ছিলো। কিন্তু প্রপার ওয়েতে ডায়েট ফলো করা হতো না, আর কর্মব্যাস্ততায় অতিরিক্ত বাহিরে খাওয়া হতো। যার কারনে ওজন বাড়তে বাড়তে ১২০ কেজিতে পৌছেছিলো, ২০২২ এর দিকে প্রথম জিমে জয়েন করি, ডায়েট ঠিক না থাকায় ওজন কিছুটা কমলেও আবার বেড়ে যেতো।
মলুয়া খান আপুর সাথে প্রোগ্রামটা শুরুর পর থেকেই উনি ডায়েট চার্ট দেওয়া সহ নানান দিক নির্দেশনা শুরু করেন। এইসব কিছু ফলো করে আমারো ওজন কমা শুরু হয়। আপু একবার বললো আজ পর্যন্ত নাকি কেউ আপুর থেকে ১৫০০ টাকার রিওার্ডটা পায় নাই, সর্বোচ্চ ১০০০ পেয়েছে। আমি নিজেকে চ্যালেঞ্জ করলাম যে আমি এই রেকর্ড ব্রেক করবো, এবং আলহামদুলিল্লাহ পেরেছি।
এই জার্নিতে আমার জন্য সবচেয়ে কঠিন ছিলো জাংক ফুডের ক্রেভিংসটা এভয়েড করা। অনেক বছর ধরে খেয়ে গড়ে তোলা অভ্যাস আর টেস্ট বাড তো আর এতো সহজে বদলানো যায় না। তাও প্রানপণে চেষ্টা করে গিয়েছি যতোটা পারি ডায়েট চার্ট ফলো করি। জিম এবং ডায়েট দুটোর মিশেলে চমৎকার রেসাল্ট পেয়েছি, চাচ্ছি সামনে আরো ১০-১৫ কেজি ওজন কমিয়ে সেটা মেইন্টেইন করতে।
ধন্যবাদ মলুয়া খান আপুকে। যখন যা কিছু নিয়ে প্রশ্ন ছিলো উনাকে জিজ্ঞেস করেছি আর উনি সেটার সহজ উপায় ও বলে দিয়েছেন। প্রতি সপ্তাহে রিপোর্ট কার্ড দেওয়ার পর উনি এপ্রিসিয়েট এবং সামনের জন্য মোটিভেট করতেন।
Review by Farjana Azzam
- Weight reduced by 6.04 kg
- Waist down 4.5″
- Hip reduced 3″
- Chest down 5.5″
- Forearm reduced 1.5″
- Total Inch Loss: 14.5″
ওজন নিয়ে আমার সমস্যা প্রায় ৮- ৯ বছর ধরে। সেইম থাকে,বাড়েও না আর কমেও না। সবসময় ১০৬- ১০৮ কেজির মধ্যে স্থির হয়ে ছিলো। এরপর জিম ট্রাই করেছি প্রায় এক বছরের মতো। জিমে যাওয়ার ৩ মাস পরে আমার ১ কেজি বা ২ কেজি ওজন কমে আবার বেড়ে যায়- এমন ছিল অবস্থা। কারন ডায়েট ঠিক ছিলো না। আমি এর আগেও একবার মলুয়া আপুর সার্ভিস নিয়ে উপকৃত হয়েছিলাম, কিন্তু ঠিক মতো মেইন্টেইন না করতে পারায় আবার ওজন আগের যায়গায় চলে যায়।
এবারো আমার হাজব্যান্ড আমাকে আপুর সার্ভিস নিতে রিকুয়েস্ট করে এবং সে নিজেও নিতে চায়। তাই এবার আমরা কাপল সার্ভিস টি নেই।
আলহামদুলিল্লাহ এই তিন মাস যে কিভাবে কেটে গেলো টেরই পাই নি। আপুর দেওয়া চার্ট আর গাইডেন্স এতো ফ্লেক্সিবেল ছিলো যে বুঝিই নাই যে আলাদা কিছু করছি। আপু আমাদের দুইজনের জন্যই এমনভাবে চার্ট তৈরি করে দিলেন যাতে এক রান্নাতেই দুইজনেরটা হয়ে যায়।
আমার স্কুলের জব, ঠিক মতো ঘুমাতে না পাড়া এবং রেগুলার এক্সারসাইজ না করতে পাড়ার কারনে হয়তো অতো বেশি ওজন কমে নি। কিন্তু যা ই হয়েছে সেটাও হয়তো হতো না যদি আপুর প্রপার গাইডেন্স না পেতাম।
আমার আরো অনেক ওজন কমাতে হবে, আশা করি সামনের দিন গুলোতেও উনার গাইড লাইন ফলো করতে পারলে আমি আমার আল্টিমেট গোলে পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ
